সংবাদ বিজ্ঞপ্তি: ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় জেলা যুবদল নেতা সৈকত হাসান ইকবালের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ এ দাবি জানিয়ে বলেন, এই অবৈধ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে এখন প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। দেশের মানুষ এখন আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছে না। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে এখন আদালতে ব্যবহার করে নেতাকর্মীদের কারাবন্দি করছে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। প্রশাসনকে দিয়ে এখন ক্ষমতায় থাকার চিন্তা করছে। বলতে চাই প্রশাসনকে ব্যবহার করে আর ক্ষমতায় থাকা যাবে না। এ সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ জেগে উঠেছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে কারাবন্দি করে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবেনা। অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা সৈকত হাসান ইকবালসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করছি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ( ১৬ মে ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে সৈকত হাসান ইকবালে জামিন বাতিল করে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ফতুল্লা থানা মামলা নং- ২(১২)২২।
এর আগে যুবদল নেতা সৈকত হাসান ইকবাল হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। আদালত বিএনপি নেতা মান্নানসহ ৬জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।