নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও ) আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন ।
বুধবার ( ২১ নভেম্বর ) ঢাকা বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিনে বিকেলে সোনারগাঁও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয় ।
নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি খন্দকার কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, বিএনপি নেতা বিডিআর রফিক হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, জেলা যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদল নেতা আশরাফ মোল্লা, সোনারগাঁও থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াসমিন নোবেল, পৌর যুবদলের সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁও থানা যুবদল নেতা দেলাওয়ার হোসেন দুলু প্রমুখ ।
প্রসঙ্গত নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪৪ জন নেতাকর্মী। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৭জন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৪জন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ২০জন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ৬জন ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে ৭জন।