স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পূর্ব লামাপাড়াস্থ অলিম্পিয়াস হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: মোমেন।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।
সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হোসাইনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত কর্মসূচীতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: আরিফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সভাপতি ফাহিম এমিল, সাবেক ছাত্রলীগ নেতা আজমত আলী প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন শিপন, হৃদয়, আকাশ, হাবিবুর ও ফাহিম।