নারায়ণগঞ্জের কন্ঠ:
অবাধ, সুষ্ঠ এবং অংশ প্রহনমূলক ছাত্র সংসদ নির্বাচন চেয়ে মানববন্ধন করেছে সরকারী তোলারাম কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে, দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ বহাল নেই। এবং জাতীয় রাজনীতিবিদদের সদিচ্ছার অভাবেই ছাত্র সংসদ নির্বাচন অনেক দিক থেকে অবহেলিত ও বিলম্বিত! এমন বক্তব্য উঠে আসে ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’ কলেজ শাখার সভাপতি তাজউদ্দীন আহমদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বারাকাত হোসাইন এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ ইমদাদুল হক। মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইমাদুল হক মিলন বলেন, দেশের সোনালি ভবিষ্যৎ এর জন্য প্রয়োজন একদল প্রাণবন্ত তরুণ। যাদের তেজদীপ্ত নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই নেতৃত্ব গড়ে উঠবে কোথা থেকে?
কোন শিক্ষা প্রতিষ্ঠানে তো ছাত্র সংসদ বহাল নেই। নেতৃত্ব তৈরীর পাইপলাইন হচ্ছে ছাত্র সংসদ। দেশের বড় বড় রাজনীতিবিদরা বেশিরভাগই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে। কিন্তু আজ তাঁদের অবহেলা এবং সদিচ্ছার কারনেই ছাত্র সংসদ নির্বাচন বিলম্বিত ও অবহেলিত।
তিনি বলেন, সঠিক পরিকল্পনার অভাব, ইতিবাচক আগ্রহের ঘাটতি, পরিচ্ছন্ন প্রতিযোগিতা ও আতœবিশ্বাসের অভাবে আজ দেশের উচ্চশিক্ষা তিষ্ঠানগ্রলোর কি হচ্ছে? গবেষণাপত্র নকল, নিন্মমানের ডিগ্রি, সংঘর্ষ সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,ধর্ষণ, হিংসা, ঘৃণা ইত্যাদি দিন দিন বেড়েই চলছে। তাই নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই সমস্যাগুলো অনেকটাই প্রতিহত করা সম্ভব হতো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হাসান, প্রশিক্ষণ সম্পাদক ওয়ালীউল্লাহ, প্রচার ও প্রকাশণা সম্পাদক জাকারিয়া, অর্থ সম্পাদক আব্দুল রাজ্জ্ক, দফতর সম্পাদক ইব্রাহিম, মিনহাজুল, কাউসার, ইয়াসিন, নাজমুল ইসলাম, নেসারউদ্দিন প্রমুখ।